Tuesday, September 2, 2014

Astrological Investing Blog: USA, India, Hong Kong reach Resistance

It is a astrology site. Best Astrologer in India is a famous Jyotish in India and offers top level astrology services all over the world on phone. Pls. visit : http://rajgaytrijyotish.in

astrologer in india

Friday, January 31, 2014

হার্ডড্রাইভ থেকে পুরোপুরি মুছে যাওয়া ডাটা রিকভার করুন!

আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে পারমানেন্টলি কোন তথ্য ডিলেট বা মুছে গেলে তা আবার ফিরে পাওয়া যায়। ফিরে পাওয়া প্রক্রিয়া হচ্ছে :

১. যখনি দেখবেন আপনার ড্রাইভ  থেকে কোন ফাইল পারমানেন্টলি ডিলেট হয়ে গিয়েছে, এই পার্টিশনটি সামান্যতম মডিফাই করবেন না…. সেই পার্টিশনটি থেকে কোন অন্য ফাইল ডিলেট অথবা কপি করবেননা…. এতে করে আপনার ডিলেট হয়ে যাওয়া ফাইল গুলো overwrite হয়ে যেতে পারে, যার ফলে আপনার ফাইল ফিরে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে।

২. এবার Cnet থেকে Pandora recovery ডাউনলোড করে নিন….. ৪৪৪ কিলোবাইটের Cnet ডাউনলোডার ডাউনলোড হবে…. এবার তা রান করুন… এটিই ৩.৪ মেগাবাইটের মেইন ফাইলটি ডাউনলোড করে নিবে।

৩. Pandora Recovery launch করুন।

৪. Next বাটন ক্লিক করুন।

৫. যেহেতু ফাইলটি পুরোপুরি ডিলেট হয়ে গিয়েছে, তাই “No, I did not find my files” click করুন।

৬. যেই পার্টিশন থেকে ফাইলগুলো ডিলেট হয়েছে, সেই পার্টিশনটি সিলেক্ট করে Next ক্লিক করুন।

৭. “Browse” সিলেক্ট করে Next button click করুন।

৮. বাম দিকের প্যানেল  থেকে যেই ড্রাইভ থেকে ফাইল ডিলেট হয়েছে, তা ক্লিক করুন। স্ক্যান করার পরে দেখতে পারবেন আপনার ডিলেট হয়ে যাওয়া ফাইল-ফোল্ডার গুলো। এবার ব্রাউজ করে আপনার মুছে যাওয়া ফাইলটি বের করুন।

৯. এবার আপনার নষ্ট হয়ে যাওয়া ফাইলের উপর Right Click করে Recover to তে ক্লিক করুন।


১০. এবার “To this folder (click Browse to choose existing folder of choose folder from the list):” এ ক্লিক করে অন্য পার্টিশন বা USB Drive এর লোকেশন সিলেক্ট করুন। ভুলেও যেই পার্টিশন থেকে ফাইল ডিলেট হয়েছে, সেই পার্টিশনের লোকেশন সিলেক্ট করবেননা। এতে আপনার বাকি unrecovered ডাটা ফিরে পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। এবার close ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার recovered ডাটা।